Country

2 days ago

CM Rekha Gupta in Puri: মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরীতে, প্রভু জগন্নাথের পুজো দিলেন রেখা

Delhi CM Rekha Gupta visits Puri Jagannath Temple
Delhi CM Rekha Gupta visits Puri Jagannath Temple

 

পুরী, ২৯ মার্চ : দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পুরীতে এলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শনিবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লির মন্ত্রী পরভেশ গুপ্তা ও বিজেপি সাংসদ সম্বিত পাত্র। যথোচিত ধর্মীয় মর্যাদায় প্রভু জগন্নাথ দেবের পূজার্চনা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও অন্যরা। মুখ্যমন্ত্রী বলেছেন, "আমি খুবই ভাগ্যবান যে, দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর, আজ আমি প্রথমবারের মতো পুরীতে এসে ভগবান জগন্নাথের দর্শন পেয়েছি। আমি ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সমগ্র দেশ এবং দিল্লিকে যে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তা সর্বদা অটুট থাকুক। আমরা সকলেই উন্নত দিল্লির জন্য একসাথে কাজ শুরু করছি।"

You might also like!