কলকাতা, ৪ অক্টোবর : প্রতি বছরের মত এবারেও প্রশাসনের তরফে চাঁদার নামে জুলুমের ব্যাপারে সতর্কতা জারি হয়েছে। তা সত্বেও অভিযোগ উঠছে নানা জায়গা থেকে। আগরপাড়ায় চাঁদার নামে জুলুমের প্রতিবাদে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অনেকে। মীনাক্ষী মুখার্জি ফেসবুক গ্রুপ বড় হরফে লিখেছে, “আগরপাড়ায় থ্রেট কালচার, আবাসনে ঢুকে চাঁদার জন্য মারধোর ৮০ বছরের বৃদ্ধকে। অনুপ্রাণিত ক্লাবের দাবী উৎসব করার চাঁদা বেশী দিতে হবে৷” বিজয় দাস লিখেছেন, “কেন দিতে হবে? এক সঙ্গে সবাই মিলে প্রতিবাদ করুন। পুলিশে অভিযোগ জানান।আর যদি পারেন থানায় গিয়ে এফআইআর করুন অবশ্যই টিভির যে কোনো চ্যানেলকে সঙ্গে নিয়ে এবং ঐ এফআইআর নম্বর টিভি তে প্রকাশ করুন।”
অরিজিৎ মুখার্জি লিখেছেন, “চাঁদা যে নিতে আসে তাঁর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পারমিশন থাকা উচিত। ভালো করে চিন্তা করে দেখুন এঁরা মানুষের কষ্টার্জিত টাকা চাঁদা আদায় করে ফুর্তি করে মদ খায়। একবার ভাবুন এই সাদা টাকা চাঁদা হিসেবে যখন নিচ্ছে তখন কালো টাকায় পরিনত হচ্ছে। নিজের পকেটের টাকায় পুজো করুন। চাঁদা বন্ধ হোক।” সৌমিত্র মণ্ডল লিখেছেন, “সবাই চাঁদা দেওয়া বন্ধ করুন। পাড়ায় পাড়ায় মাতব্বরি বন্ধ করুন।”
প্রসঙ্গত, পুজো কমিটির দাবি ছিল, ১১০০ টাকা চাঁদা দিতে হবে। কিন্তু যে পরিবারের কাছে ওই টাকা দাবি করা হয়েছিল, তাঁরা ২০০ টাকা দিতে রাজি হয়েছিলেন। অভিযোগ, তাতে রাজি না হওয়ায় চড়াও হন পুজো কমিটির সদস্যেরা। আর সেই ঘটনায় আক্রান্ত হয়েছেন পরিবারের এক বৃদ্ধ সদস্য। বুধবার রাতে, আগরপাড়ার ঘটনা। খড়দহ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। উল্টে অভিযোগকারীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা।