kolkata

1 day ago

Letter Nitish Kumar for labourers: পরিযায়ী শ্রমিক, আলুচাষী ও ধানচাষীদের সমস্যাবলী নিয়ে রাজ্যকে চিঠি নীতীশ কুমারের

Hind Mazdoor Kisan Panchayat
Hind Mazdoor Kisan Panchayat

 

কলকাতা, ১৫ মে : পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, আলুচাষী ও ধানচাষীদের বিভিন্ন সমস্যার কথা বুধবার জানানো হল জনতা দল ইউনাইটেডের রাষ্ট্রীয় সভাপতি ও বিহার সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। এ ব্যাপারে তাঁকে এদিন একটি স্মারকলিপি দেওয়া হয়। জানা গেছে, নীতীশবাবু সেই চিঠি খতিয়ে দেখতে পাঠিয়েছেন নবান্নতে। হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মহাসচিব অশোক দাস এই প্রতিবেদককে এ খবর জানিয়ে বলেন, “ধানের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি, আলু চাষিদের বিষয়, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রচণ্ড শিলা বৃষ্টির ফলে হুগলী, বর্ধমান জেলায় আলুর প্রচণ্ড ক্ষতির কথা জানানো হয়েছে স্মারকলিপিতে।

অশোকবাবু বলেন, “কোনও কোনও স্থানে ৭০% পর্যন্ত আলু জমিতে নষ্ট হয়ে গিয়েছে। তার ক্ষতিপূরণ, আলুর নূন্যতম সহায়ক মূল্য ঘোষণার দাবি, পশ্চিমবঙ্গের আলু দেশের সর্বত্র যাতে অবাধে পাঠানো যায়, সে সবের আইনানুগ স্বীকৃতি প্রদান, শ্রমিকদের স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা জনিত বীমার টাকার দ্রুত পাওয়ার জন্য কমিশন গঠন, ১০০ দিনের কাজ কৃষক তাঁর নিজের জমিতে করতে পারে তার আইনানুগ স্বীকৃতি প্রভৃতি দাবি রাখা হয়েছে।

অশোকবাবু জানান, “পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও কেন্দ্রের কৃষি রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুরকেও পত্রের মাধ্যমে এই সব দাবির কথা জানানো হয়েছে। এনডিএ জোটের অন্যতম নেতা নীতীশ কুমার ফিরতি চিঠিতে জানিয়েছেন, দাবিসমূহ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানা হয়েছে।

You might also like!