Game

1 day ago

India cricket news:পন্থের ব্যাটিংয়ে মুগ্ধ স্টোকস

Stokes on Pant
Stokes on Pant

 

লন্ডন, ২ জুলাই : হেডিংলি টেস্টে নাটকীয় জয়ের পর এবার এজবাস্টনে বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ইংল্যান্ড ।অধিনায়ক বেন স্টোকস আগের ম্যাচে অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্ত ছিলেন। এবার তিনি পুরোপুরি সুস্থ তা তিনি জানিয়ে দিয়েছেন।

এর পাশাপাশি হেডিংলির দুই ইনিংসে সেঞ্চুরি করা রিশভ পন্থের ব্যাটিং নিয়েও উচ্ছ্বসিত স্টোকস।

স্টোকস বলেছেন, “ঋষভের খেলা দেখতে আমি দারুণ উপভোগ করি। ও যেভাবে খেলাটা নেয়, সেটা একেবারেই আলাদা। অনেক সমালোচনার মধ্য দিয়ে গেছে, কিন্তু এমন প্রতিভাকে স্বাধীনভাবে খেলতে দিলে কী হতে পারে, লিডসেই সেটা আমরা দেখেছি। দুটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে—তাতে ওর প্রাপ্য কৃতিত্ব অবশ্যই আছে।”

হেডিংলির ম্যাচে পন্থের আগ্রাসী ব্যাটিংয়ে বোলিংয়ের সময় ভোগান্তির মুখে পড়েছিলেন স্টোকস নিজেই। সতর্কতার সুরে তিনি বলেছেন, “ঋষভ খুবই ভয়ংকর ব্যাটার। ভারতের জন্য ও কী নিয়ে আসে, সেটা আমরা ভালোই জানি।”

ভারতের ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা নিয়ে সতর্ক স্টোকস, “ভারত সবসময়ই দৃঢ়ভাবে ফিরে আসে। তাই আমরা হেডিংলির জয় নিয়ে কিছুই ধরে নিচ্ছি না। মনে করি এখন স্কোর ০-০। নতুন করে শুরু করতে হবে আমাদের।”

You might also like!