kolkata

4 weeks ago

Weather forecast of Bengal: ঘর্মাক্ত গরমে নাজেহাল তিলোত্তমা, দক্ষিণবঙ্গের সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

Najehal Tilottma in sweaty heat, rising mercury everywhere in South Bengal
Najehal Tilottma in sweaty heat, rising mercury everywhere in South Bengal

 

কলকাতা, ২৮ মার্চ: ঘাম ঝরানো গরমের দাপট ফের শুরু হয়েছে তিলোত্তমায়, মাত্রাতিরিক্ত গরমে দুর্বিষহ অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গরমের মধ্যেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদও। আর তাতেই অস্বস্তি আরও যেন বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ চড়বে, বৃদ্ধি পাবে দিন ও রাতের তাপমাত্রা। তাপমাত্রার বৃদ্ধির মধ্যেই বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি অংশে। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!