kolkata

1 week ago

Cooch Behar Bus Accident:ভোট দিতে এসে দুর্ঘটনার কবলে পরিযায়ীদের বাস,জখম বহু

Cooch Behar Bus Accident
Cooch Behar Bus Accident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভার প্রথম দফার নির্বাচন উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। তার আগেই বড়সড় দুর্ঘটনা কোচবিহারের দিনহাটায়।হস্পতিবার সকালে ঘটনায় শোরগোল পরে দিনহাটার গোবরাছড়া এলাকায়। 

এদিন সকালে বিহার থেকে পরিযায়ী শ্রমিকদের একটি বাস নাগরেরবাড়ি এলাকায় আসছিল। গোবরাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ফাঁকা জমিতে উল্টে যায়। বাসে ছিলেন নটকো বাড়ি, চৌধুরীহাট, ধাপরা-সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। এলাকায় কাজ না থাকায় কাজের খোঁজে বিহারে গিয়েছিলেন তাঁরা। 

জানা গেছে বাসটিতে প্রায় ৫০-৬০ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। বাস উল্টে যাওয়ার পর যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকজন শ্রমিকের আঘাত গুরুতর  বলে জানা গেছে। 

রাত পোহালেই কোচবিহার লোকসভা আসনে নির্বাচন। ভোট দিতে বাড়ি ফিরছিলেন ভিনরাজ্যে কর্মরত শ্রমিকরা। এই দুর্ঘটনায় ফের সামনে এল পরিযায়ী শ্রমিকদের সমস্যা। জেলায় কাজ নেই। তাই প্রতিবছরই ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হয় এখানকার যুবকদের। এলাকার মানুষের এই অভিযোগ বহু দিনের। কিন্তু কোনও প্রতিকার নেই। 


You might also like!