kolkata

10 months ago

SSC Case:সুপারিশ পত্র পেলেও নিয়োগপত্রে স্থগিতাদেশ, আবেদন নিয়ে মমতার বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা

Job seekers in front of Mamata's house with application
Job seekers in front of Mamata's house with application

 

কলকাতা , ৪ ফেব্রুয়ারি : সুপারিশ পত্র পেলেও নিয়োগপত্র দেওয়ায় স্থগিতাদেশ রয়েছে আদলতের। তাই নিয়োগ হচ্ছে না। দ্রুত যাতে এই বিষয়টি দেখা হয় সেই আবেদন নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির চাকরিপ্রার্থীরা। এসএলএসটি শরীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা বিচারপতি বিশ্বজিৎ বসু,অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর পর এবার এলেন মুখ্যমন্ত্রীর কাছে।

এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়ে তাঁরা সেখানে পৌঁছন। পুলিশ আধিকারিকদের হাতে নিজেদের ডেপুটেশন জমা দেন। বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে এইভাবে ডেপুটেশন জমা দেওয়া কার্যত নজিরবিহীন। প্রসঙ্গত, আইনী জটিলতায় আটকে এই সকল চাকরি প্রার্থীদের নিয়োগ। দ্রুত মামলার নিস্পত্তির জন্য প্রয়োজন রাজ্যের হলফনামা। তাই যাতে দ্রুত হলফনামা জমা দেয় রাজ্য সেজন্য মুখ্যমন্ত্রীর আধিকারিকদের কাছে পূর্ব নির্ধারিত ডেপুটেশন দিতে আসেন চাকরিপ্রার্থীরা।

You might also like!