kolkata

1 month ago

Suvendu Adhikari:তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলাম! অধীর-গড়ে স্বীকারোক্তি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। বিভিন্ন সভা সমাবেশ থেকে হামেশাই একথা বলে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এবার তৃণমূলের বাড়বাড়ন্তের জন্য প্রকাশ্য মঞ্চ থেকে নিজের ভুল স্বীকার করে নিলেন শুভেন্দু। বহরমপুরের করিমপুরে দলীয় সভা করেন বিরোধী দলনেতা। সেখানেই শুভেন্দু বলেন, “তৃণমূলের হয়ে কাজ করে তখন ভুল করেছিলাম।”

খানিক থেমে ব্যাখ্যাও দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “এই জলঙ্গি, ডোমকলে তৃণমূলের কোনও সংগঠন ছিল না। দিনের পর দিন এলাকায় থেকে তৃণমূলের সংগঠন গড়ে তুলেছিলাম। এটা আমার ভুল ছিল।”

তৃণমূল এবং সিপিএমকে এদিন এক বন্ধনীতে রেখে শুভেন্দুর দাবি, “তৃণমূলের বিকল্প সিপিএম নয়। কারণ, সিপিএমকে ভোট দেওয়া মানে তো তৃণমূলের হাত শক্ত করা।”

বহরমপুরের বিদায়ী সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীরের গড়ে এবারে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ইউসুফের বাড়ি গুজরাতে। নাম না করে শুভেন্দুর খোঁচা, “তৃণমূলের এতই দুর্দশা যে গুজরাত থেকে প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে।”

বিরোধী দলনেতা আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকেও। শুভেন্দুর দাবি, "মুর্শিদাবাদ থেকে এবার লোকসভায় যাবে বিজেপির প্রার্থী। মুর্শিদাবাদ আর কংগ্রেসের থাকবে না।" সারা দেশে কংগ্রেস সাকুল্যে ২০ টি আসনও পাবে না বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।


You might also like!