কলকাতা, ২২ আগস্ট : ভয়াবহ আগুন লাগল কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায়। বুধবার রাত দেড়টা নাগাদ কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায় পাঁচটি কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের মোট ২০টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারখানাগুলিতে প্লাস্টিক এবং অন্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকল সূত্রের খবর, বুধবার রাত দেড়টা নাগাদ, লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলকে। কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে দু’দফায় আরও ১৫টি ইঞ্জিন যায়। তবে তার মধ্যেই আগুন পাশের চারটি কারখানায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয়দের একাংশ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।