কলকাতা, ১৪ জানুয়ারি : একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় শীতের পথে বাধা। মঙ্গলবার পৌষ সংক্রান্তির দিনও কনকনে ঠান্ডা উধাও, উল্টে তাপমাত্রা ২ ডিগ্রি মতো বেড়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে না বলেই মনে করা হচ্ছে। সাধারণ শীতের আমেজই থাকবে।
পশ্চিম হিমালয়ে কোনও ঝঞ্ঝা এলে উত্তর ভারতের দিক থেকে যে উত্তুরে হাওয়া আসে সেটা কমজোরি হয়ে যায়। মঙ্গলবার পশ্চিম হিমালয়ে ফের একটি ঝঞ্ঝা আছে। তার প্রভাবে আগামী কয়েকদিন উত্তর ভারতজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। ঝঞ্ঝা ছাড়াও দিন বড় হতে শুরু করেছে। এই কারণে তাপমাত্রা বাড়ছে। তবে, কয়েকদিনের মধ্যে নতুন করে ঝঞ্ঝা না এলে ফের কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া ঢুকবে। তখন তাপমাত্রা নিম্নগামী হবে।