kolkata

1 year ago

Anubrata Mondal: ফের দিল্লির দফতরে সুকন্যাকে তলব ইডি-এর, তৈরি নয়া প্রশ্নমালা

ED summons Sukanya to Delhi office again
ED summons Sukanya to Delhi office again

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : ফের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর তলব পেলেন সুকন্যা মণ্ডল ৷ আগামী ১ ডিসেম্বর সংস্থার দিল্লির দফতরে ফের একবার হাজিরা দিতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে ৷ সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে বিপুল অঙ্কের আর্থিক নেলদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সুকন্যাকে ডেকে পাঠানো হয়েছে ৷

লক্ষ্যণীয় বিষয় হল, ওই একই দিনে অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ নিয়েও জরুরি শুনানি হতে চলেছে দিল্লি হাইকোর্টে ৷ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মতো তাঁকেও ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চান ইডি আধিকারিকরা ৷ কিন্তু, তাতে আপত্তি রয়েছে অনুব্রতর ৷ আর তা নিয়েই মামলা রুজু হয়েছে দিল্লি হাইকোর্টে ৷ এর আগে চলতি নভেম্বর মাসে একাধিকবার দিল্লিতে ইডি-এর সদর কার্যালয়ে হাজিরা দিতে হয়েছে সুকন্যা মণ্ডলকে ৷ দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ যদিও সূত্রের দাবি, সুকন্যার উত্তরে মোটেও সন্তুষ্ট নন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ কারণ, অধিকাংশ প্রশ্নেরই উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, সুকন্যার এই বয়ানকেই এখন হাতিয়ার করছে ইডি ৷ অনুব্রতকে তাঁর চেনা গণ্ডীর বাইরে এনে জেরা করতে চাইছে তারা ৷ এতে মানসিকভাবে বীরভূমের বাহুবলীকে অনেকটা দমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ৷ আর তাহলে ইডি-এর কাজ অনেক সহজ হবে ৷ অনুব্রত মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে তাঁর কাছ থেকে আরও বহু তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন গোয়েন্দারা ৷

You might also like!