দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রচণ্ড দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। এই গরম থেকে বাঁচতে এসি চালানো ছাড়া কোনও উপায় নেই। কিন্তু সবসময় এসি চালানো স্বাস্থ্যের জন্য ভাল না। তাই আজ রইল এসি না চালিয়েও ঘর ঠাণ্ডা করার বেশ কয়েকটি উপায়।
১. সারাদিন রোদের তাপ থেকে বাঁচতে দরজা জানলা বন্ধ রাখলেও, সন্ধের পর জানালা-দরজা খুলে রাখুন। বেলা গড়ালে তাপমাত্রা কমে, ফলে ঘরে ঠাণ্ডা হাওয়া চলাচল করলে ঘর ঠাণ্ডা থাকে।
২. ঘরে হালকা সুন্দর পর্দা টাঙালে ঘর দেখতে সুন্দর লাগে। কিন্তু গরমকালের জন্য ভারী পর্দা বাছুন। এতে ঘর ঠাণ্ডা থাকবে।
৩. এসি যতক্ষণ না চালাচ্ছেন ফ্যান চালিয়ে রাখতে হয়। কিন্তু ঘর ঠাণ্ডা রাখতে সিলিং ফ্যান না চালিয়ে টেবল ফ্যান চালাতে পারেন ঘর ঠাণ্ডা থাকবে।
৪. বিছানায় হালকা রঙা নরম সুতির চাদর পাতুন। এতে বিছানা আরামদায়ক হবে। কিছুটা হলেও অস্বস্তি কমবে।
৫. ঘরে গাছ লাগিয়ে রাখুন। ইন্ডোর প্ল্যান্ট ঘরের বাতাস ঠাণ্ডা রাখে। প্রয়োজনে জানলার কাছে রাখুন গাছ।
৬. ঘরে আসবাবপত্র কম রাখুন। ঘর যত কম ঘিঞ্জি হবে তত বেশি হাওয়া চলাচল করবে এবং ঠাণ্ডা থাকবে ঘর।