Country

2 weeks ago

AC helmet is using Vadodra traffic police: গরমেও মিলছে স্বস্তি, এসি হেলমেট পরেই ট্র্যাফিক সামলাচ্ছে ভদোদরা পুলিশ

AC helmet is using Vadodra traffic police
AC helmet is using Vadodra traffic police

 

ভাদোদরা, ১৫ এপ্রিল: তীব্র গরমেও তাঁদের মুক্তি নেই। রাস্তার মাঝখানে দাঁড়িয়েই যান নিয়ন্ত্রণ করতে হয় ভদোদরা ট্র্যাফিক পুলিশের কর্মীদের। এ বার তাঁদের কিছুটা স্বস্তি দিতে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) হেলমেট তুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে ভাদোদরা ট্র্যাফিক পুলিশ কর্মীদের এসি হেলমেট প্রদান করা হয়েছে, আর সেই এসি হেলমেট পরেই কর্তব্য পালন করছেন তাঁরা। এসি হেলমেটটি আইআইএম ভাদোদরার পড়ুয়ারা তৈরি করেছে।

ট্র্যাফিক পুলিশ কর্মীরা জানিয়েছেন, "এই এসি হেলমেটগুলি দিনের বেলায় দায়িত্বে থাকা কর্মীদের দেওয়া হয়েছে। এটি ব্যাটারি চালিত হেলমেট যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। ৪৫০ জন কর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে।" অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই এসি হেলমেটের ঠান্ডা করার যন্ত্র চলে ব্যাটারিতে। সেটি এক বার চার্জ দিলে প্রায় আট ঘণ্টা পর্যন্ত কাজ করে। পাশাপাশি, এই হেলমেট ধুলোর দূষণ থেকেও খানিকটা রক্ষা করবে পুলিশকর্মীদের।


You might also like!