kolkata

2 months ago

Gas price increase : ফের মহার্ঘ্য বাণিজ্যিক সিলিন্ডার, এধাক্কায় দাম বাড়লো অনেকটাই

Commercial gas (symbolic picture)
Commercial gas (symbolic picture)

 

কলকাতা, ১ আগস্ট : আগস্ট মাসের শুরুতেই দাম বাড়লো বাণিজ্যিক সিলিন্ডারের। একধাক্কায় দাম বাড়লো ৮ টাকা ৫০ পয়সা। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে ১ আগস্ট থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হল ১ হাজার ৭৬৪ টাকা ৫০ পয়সা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের দর রয়েছে ৮২৯ টাকা। কলকতার পাশাপশি দেশের অন্যান্য রাজ্যেও বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। একধাক্কায় অনেকটাই দাম বাড়ায় চিন্তা বাড়লো রেস্তোরাঁ মালিকদের।

You might also like!