kolkata

5 hours ago

CM Mamata Banerjee: উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী, আস্থা রেখে শিক্ষকদের বিক্ষোভ প্রত্যাহারের আর্জি

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

কলকাতা, ১৯ মে : আন্দোলন করার একটি নির্দিষ্ট সীমা রয়েছে, সেকথা চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “আমার যথেষ্ট সহানুভুতি ছিল। থাকবে। আমি বলেছিলাম খতিয়ে দেখার আবেদন করব। আদালতে কিছু বাধ্যবাধকতা থাকে। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আদালত কোনও সিদ্ধান্ত নিলে মানব না বলতে পারি না।”

তিনি বলেন, “এখনও কারও মাইনে বন্ধ হয়নি। গ্রুপ সি, ডি কর্মীদের স্কিম করে মাইনে দেওয়া হচ্ছে। এই আন্দোলনে যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে। নাটের গুরুরা, স্বার্থরক্ষার গুরু হয়ে যায় তাহলে মুশকিল। রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে সৌজন্য, সম্মান আশা করি।” চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা গত বৃহস্পতিবার শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখান বিকাশ ভবন চত্বরে। ওই ঘটনায় বিকাশ ভবনে আটকে পড়েন কয়েকশো সরকারি কর্মী। তাঁদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা, আবার কারও বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা। তাই অফিস ছুটির পর বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে ওঠেন সরকারি কর্মীরা। পুলিশ তাদের উদ্ধার করতে গেলে বিকাশ ভবন চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।


You might also like!