kolkata

1 month ago

Lok Sabha Election 2024:দুর্গাপুরে শেষে অগ্নিমিত্রার নামে দেওয়াল লিখন, ধমক খেয়ে মুছলেন BJP কর্মীরা,ভোটের মুখে বাড়ল জট

At the end of Durgapur wall writing in the name of Agnimitra
At the end of Durgapur wall writing in the name of Agnimitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দল প্রার্থীর নাম ঘোষণাও করেনি। কিন্তু দেওয়ালে অগ্নিমিত্রা পালের নাম লিখে প্রচারে নামল বিজেপির নিচুতলার ‘হতাশ’ কর্মীরা। পরে ‘ধমক’ খেয়ে নাম মুছলেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

পরিস্থিতি সামল দিতে দ্রুত দেওয়াল মুছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে জেলা নেতত্ব থেকে। সেই মতো 'অগ্নিমিত্রা পালের' নামের উপর সাদা চুনের প্রলেপ পড়লেও, বিজেপির প্রতীক দেওয়া বাকি লেখা রয়েছে দেওয়াল জুড়ে । এমনকী অস্পষ্টভাবে হলেও অগ্নিমিত্রা পালের নাম বোঝা যাচ্ছে ৷ এই প্রসঙ্গেই তৃণমূলের নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, "গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে বিজেপির অন্দরে। তাই প্রার্থীর নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিজেপি নেতৃত্ব। দিল্লিতে গিয়েও রাজ্যের উচ্চ নেতৃত্ব ঠিক করতে পারছেন না প্রার্থীর নাম। ফলে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছেন নিচু তলার কর্মীরা।"

তবে বিজেপি প্রার্থীর নাম করে লেখা এই দেওয়াল লিখন বিজেপি কর্মীরা করেননি বলে দাবি করেছেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "এখনও এরাজ্যের 23টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি । আর এই দেওয়াল বিজেপির কর্মীরা লেখননি । অন্য কেউ উৎসাহিত হয়ে বিজেপিতে আসার জন্য এই কাজ করছে।"

জনগর্জন মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । ভোট যুদ্ধের লড়াই জিততে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এখনও বিজেপির প্রথম দফায় বঙ্গের 42টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ এখনও 22টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হবে পরবর্তী ধাপে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশের কারণে এই নিচু তলার কর্মীদের মধ্যে হতাশা বেড়ছে ৷ তার থেকেই অগ্নিমিত্রা পলের নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করেছেন তাঁরা।


You might also like!