Country

1 week ago

India-Pakistan :ঝগড়া না করে বন্ধ দরজা খুলুক ভারত-পাকিস্তান, চান সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ

India-Pakistan
India-Pakistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপাকিস্তানের মাটিতে সে দেশের নাগরিককে ভারতের নিরাপত্তা এজেন্সি খুন করেছে বলে ইসলামাবাদ যখন সরব, তখন সেই সরকারের অঘোষিত অভিভাবকের কাছ থেকে ভিন্ন বার্তা এল। পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে ঝগড়া না করে বন্ধ দরজা খুলে দিক। হৃদয় উন্মুক্ত করুক দুই দেশ। আলোচনা শুরু হোক দু-পক্ষের। তাতে দুই দেশই লাভবান হবে।

নওয়াজ এই কথা কোনও জনসভা, আলোচনাচক্র বা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেননি। তাঁর মেয়ে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তাঁর বাবার এই বক্তব্য সে দেশ সফররত শিখ তীর্থযাত্রীদের জমায়েতে বলেছেন। 

গত মাসে পাকিস্তানের নতুন সরকার ক্ষমতায় এসেছে। গোড়ায় ঠিক ছিল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর সভাপতি নওয়াজ শরিফ ফের প্রধানমন্ত্রী হবেন। বস্তুত দীর্ঘদিন বিদেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা নওয়াজ গত বছর অক্টোবরে স্বদেশে ফিরে নয়া পাকিস্তান গড়ার সংকল্প ঘোষণা করেন। তার আগের মাসেই দিল্লিতে অনুষ্ঠিত হয় জি-২০ সম্মেলন। যেখানে পাকিস্তানের আমন্ত্রণ ছিল না। তা নিয়ে ভারত তথা হিন্দুস্থান এবং পাকিস্তান ভেঙে তৈরি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে নওয়াজ বলেন, আমিও পাকিস্তানকে বাকি দুই দেশের সমকক্ষ করে তুলতে চাই। 

যদিও গত ফেব্রুয়ারি মাসে সে দেশের জাতীয় সংসদের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে ভেঙে পড়েন সাবেক প্রধানমন্ত্রী। সবচেয়ে বেশি আসন পায় জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনশাফ বা পিটিআই। ইমরানের দলকে ক্ষমতা থেকে দূরে রাখতে জোট সরকার গড়ে নওয়াজের দল এবং পাকিস্তান পিপলস পার্টি। জোট সরকারের শরিক পিপিপি-র শর্ত জানার পর প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে সরে দাঁড়িয়ে ভাই তথা আর এক সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এগিয়ে দেন দাদা নওয়াজ।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, পাকিস্তানের রাজনীতিতে শাহবাজের ভাবমূর্তি অনেকটাই ভরতের মতো। আগের দফায় প্রধানমন্ত্রী থাকাকালেও বিদেশবাসী দাদার সঙ্গে পরামর্শ না করে সিদ্ধান্ত নিতেন না। সেই নওয়াজ এখন দেশে থাকায় সরকারের পুরো নিয়ন্ত্রণ তাঁরই হাতে। ফলে নওয়াজের বক্তব্য হিসাবে মেয়ে মরিয়ম যে কথা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রক বেসরকারিভাবে সেই অভিমতকে স্বাগত জানানোর পাশাপাশি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, এটাই পাকিস্তানের বর্তমান সরকারের প্রতিক্রিয়া। 

লক্ষণীয় মরিয়ম তাঁর কাকা প্রধানমন্ত্রী শাহবাজের অভিমত সম্পর্কে নীরব ছিলেন। গত মাসে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর মন্ত্রিসভায় এই প্রথম একজন শিখ জায়গা পেয়েছেন। তিনিও পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী। পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান কর্তারপুরসাহিব ভারতীয়দের জন্য উন্মুক্ত করা হয়েছে বেশ কয়েক বছর হল। পাকিস্তান সরকার ওই এলাকার উন্নয়নের জন্য বিপুল অর্থ ব্যয় করেছে। বৃহস্পতিবার কর্তারপুরসাহিবে তীর্থ করতে যাওয়া ভারতীয় শিখদের সঙ্গে অনেকটা সময় কাটান পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। 

আলোচনা চলাকালে তিনি বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। বলেন, আমাদের আদিবাড়ি এখনও ভারতের পাঞ্জাব প্রদেশের গ্রামে রয়েছে। দেশভাগের পর আমার দাদু এপারে চলে আসেন। কিন্তু এত বছর পরও আমাদের গ্রামের বাড়ি প্রতিবেশীরা যত্ন করে রেখে দিয়েছে। যখনই কেউ সেখান থেকে পাকিস্তানে আসেন, আমাদের জন্য ভিটের মাটি নিয়ে আসেন। 

মরিয়ম ভারতীয় তীর্থযাত্রীদের বলেছেন, আমার বাবা চান না দুই দেশ ঝগড়া, লড়াই করুক। বাবা চান, দুই প্রতিবেশী আলোচনার বসুক। প্রসঙ্গত নওয়াজ ক্ষমতায় থাকাকালে কারগিল যুদ্ধ হলেও পরে জানা যায়, সেই সংঘাতের আসল নায়ক ছিলেন সেনা প্রধান জেনারেল পারভেজ মোশারফ। পরে নওয়াজকে হটিয়ে ক্ষমতা দখল করেন ওই সেনা কর্তা। 

কারগিল যুদ্ধের পিছনে নওয়াজের ভূমিকা জানা থাকায় নয়াদিল্লিও তাঁকে আর পাঁচজন পাক প্রশাসকের সঙ্গে এক করে দেখে না। নরেন্দ্র মোদী ২০১৪-তে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দিন নওয়াজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ রক্ষা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আবার আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে একপ্রকার বিনা নোটিসে নরেন্দ্র মোদীর বিমান ইসলামাবাদের থেমেছিল। নওয়াজের এক আত্মীয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। 

প্রসঙ্গত, পাকিস্তানের সুশীল সমাজ, সংবাদমাধ্যমের একাংশও কয়েক বছর  যাবত সে দেশের সরকারকে নয়াদিল্লির সঙ্গে মৈত্রী স্থাপনের কথা বলছে। বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তা একপ্রকার রুটিন ব্যবস্থা বলা চলে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন বাণিজ্য বন্ধ। 

মরিয়ম তাঁর বাবার অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্বের শিখ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনাদের জন্য পাকিস্তানের দরজা খোলা। যখন মন চায় চলে আসুন।

You might also like!