International

1 year ago

Bangladesh : বাংলাদেশে আরও মহার্ঘ রান্নার গ্যাস, এক ধাক্কায় বাড়ল ২৬৬ টাকা

price of cooking gas increased by Tk 266 in Bangladesh
price of cooking gas increased by Tk 266 in Bangladesh

 

ঢাকা, ২ ফেব্রুয়ারি  : বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল আম আদমির। আর তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে এক ধাক্কায় ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩২ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে এক হাজার ৪৯৮ জন।

গত বছরের ডিসেম্বরে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২৯৭ টাকা। নতুন বছরের শুরুতে সেই গ্যাসের দাম কমিয়ে করা হয় এক হাজার ২৩২ টাকা। অর্থা‍ৎ প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৬৫ টাকা। নতুন বছরে রান্নার গ্যাসের সামান্য কমলেও সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছিল। কিন্তু এদিন এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ায় সেই হাসি তো উধাও হয়েছে, উল্টে ঠান্ডাতেও অনেকের ঘাম ছুটতে শুরু করেছে।

১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ রেগুলেটরি এনার্জি কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, বিস্ববাজারে প্রোপেনের দাম অনেকটাই বেড়েছে। তাছাড়া ডলারের তুলনায় টাকার দাম কমার ফলে আমদানিকৃত তরলীকৃত গ্যাস কিনতে গত মাসের তুলনায় বাড়তি খরচ হচ্ছে।

You might also like!