International

11 months ago

Imran Khan's wife got bail in corruption case:দুর্নীতি মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী

Imran Khan's wife
Imran Khan's wife

 

ইসলামাবাদ, ২৩ মে :আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। খবর জিও নিউজের।

মামলায় জামিনের আগে ইসলামাবাদ আদালতে পৌঁছান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। এসময় শুনানি শেষে মুহাম্মদ বশির তার জামিন মঞ্জুর করেন এবং তাকে ৫ লাখ টাকার জামিন মুচলেকা জমা দেয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে এই মামলায় ইমরান খানের বিরুদ্ধে সমন জারি করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। ১৯ মে (শুক্রবার) রাতে এনএবির দুই সদস্যের একটি দল পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকায় ইমরানের বাসভবনে যায়। সেখানে পিটিআই চেয়ারম্যানের আইনি দলের সদস্যদের কাছে সমন হস্তান্তর করা হয়।

সমন জারির পরপরই লিখিত জবাবে পিটিআই চেয়ারম্যান জানান, সংস্থাটির তদন্তে তিনি সহযোগিতা করবে। ২৩ মে আদালত থেকে বেশ কয়েকটি মামলায় আগাম জামিন নিতে সকাল ১১টার মধ্যে এনএবির অফিসে হাজির হতে পারবেন।

এর আগে সোমবার ইমরান গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে বলেন, মঙ্গলবার আমি জামিনের জন্য ইসলামাবাদে যাচ্ছি। সেখানে আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা ৮০ শতাংশ’। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান আরও বলেন, গণতন্ত্রকে ভেঙে ফেলার জন্য সবকিছু করা হচ্ছে। এই মুহূর্তে আমার ১০ হাজারের বেশি কর্মী গ্রেপ্তার আছে। আমার পুরো সিনিয়র নেতৃত্ব কারাগারে। আমার জীবনের হুমকি এখনও আছে।


You might also like!