International

1 year ago

Coronavirus: হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে, মৃত্যু হয়েছে একজনের

Corona infection is increasing suddenly in China once again
Corona infection is increasing suddenly in China once again

 

চিন, ২৭ নভেম্বর : ফের আতঙ্ক বাড়িয়ে হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে। পরপর ৪ দিন প্রায় ৪০ হাজারের কাছাকাছি পৌঁছল চিনের সংক্রমণ। রবিবার কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা সংক্রমণ নয়, এই হাজার সংক্রমণ ছড়িয়েছে দেশের অন্দরেই। শনিবার একজনের মৃত্যুও হয়েছে করোনায়। এই নিয়ে সে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ২৩৩। আর করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৭ হাজার ৮০২। এই সংক্রমণের জেরে ক্রমশ বেড়েই চলেছে লকডাউনের পরিধি। আর তাতে ক্রমশ ক্ষুব্ধ হচ্ছেন মানুষজন। জিনজিয়াং শহরে বিক্ষোভ দেখিয়েছেন অনেকেই। রাজধানী শহর বেজিং-এও একই পরিস্থিতি।শনিবার চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯১, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড। গত চারদিন ধরে আক্রান্তের সংখ্যা এভাবেই ক্রমশ বাড়ছে। নতুন আক্রান্তের মধ্যে ৩৬ হাজার ৮২ জনের কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন চিনের স্বাস্থ্য কমিশন।

You might also like!