kolkata

1 week ago

Sealdah:শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে পুরোদমে, শীঘ্রই সুফল পাবেন যাত্রীরা

The work on platform number 1 to 5 of Sealdah is going on in full swing
The work on platform number 1 to 5 of Sealdah is going on in full swing

 

কলকাতা, ১৮ এপ্রিল : অপেক্ষা হয়তো আর মাত্র কয়েকমাসের, শিয়ালদহের সব শাখাতেই ১২ কামরার ট্রেন চালু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। শিয়ালদহ মেইন ও উত্তর সেকশনে সমস্ত ইএমইউ ট্রেনগুলিকে ১২ কামরার করার জন্য শিয়ালদহ মেইনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ জোরকদমে এগিয়ে চলেছে। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই চারিদিক ঘিরে চলছে কাজ।

পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনের ট্রেন যাতায়াত করে— শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেইন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর। এর মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন ১২ বগির ছিল না। বরং বেশির ভাগ ট্রেন ছিল ৯ কামরার। অবশেষে শিয়ালদহের এই দুই শাখাও পেতে চলেছে ১২ কামরার ট্রেন। কাজ যে গতিতে এগোচ্ছে, তাতে শীঘ্রই সুফল পাবেন যাত্রীরা।


You might also like!