Country

2 weeks ago

PM:কংগ্রেস এখন নকল পণ্যের কারখানায় পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

PM
PM

 

আনন্দ (গুজরাট), ২ মে : কংগ্রেস এখন নকল পণ্যের কারখানায় পরিণত হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাটের আনন্দে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এখন কংগ্রেস একটি নকল কারখানা অর্থাৎ নকল পণ্যের কারখানায় পরিণত হয়েছে। মহব্বত কি দোকান বলে, কংগ্রেস কেন মিথ্যা জিনিস বিক্রি করছে?"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "কংগ্রেস কখনও এসসি/এটি-কে গুরুত্ব দেয়নি। ৯০-এর দশকের আগে, কংগ্রেস ওবিসি সংরক্ষণের পক্ষেও ছিল না। কংগ্রেস কেন্দ্র কথা শোনেনি। কংগ্রেস কখনই বুঝতে পারেনি যে আমাদের দেশে আদিবাসী সমাজ আছে। এত বছর কংগ্রেস আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রকও তৈরি করেনি। কিন্তু, বিজেপি সরকার আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রক এবং আলাদা বাজেট তৈরি করেছে।"

প্রধানমন্ত্রীর কথায়, "মোদী আসার আগে এদেশে দু'টি সংবিধান ও দু'টি পতাকা ছিল। শেহজাদার দল কংগ্রেস ও তাঁর পরিবার দেশে সংবিধান কার্যকর হতে দেয়নি। কাশ্মীরে ভারতের সংবিধান প্রযোজ্য ছিল না। ৩৭০ ধারা দেওয়ালের মতো বসে ছিল। সর্দার প্যাটেলের ভূমি থেকে আসা এই সন্তান সেই ৩৭০-কে হটিয়ে সর্দার সাহেবকে শ্রদ্ধা জানিয়েছেন।"


You might also like!