Country

2 weeks ago

Amit Shah:১০ বছরে দেশের দরিদ্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন মোদীজি : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

বরেলি, ২ মে : বিগত ১০ বছরের মধ্যে দেশের দরিদ্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বৃহস্পতিবার উত্তর প্রদেশের বরেলির নির্বাচনী জনসভায় এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন, "প্রতি মাসে ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। ১২ কোটি দরিদ্র মায়েদের জন্য শৌচাগার তৈরি করে তাঁদের মর্যাদা রক্ষা করা হয়েছে। ৪ কোটি দরিদ্র মানুষকে স্থায়ী ঘর দিয়েছেন মোদীজি। ১০ কোটি মহিলাকে উজ্জ্বলা গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। ১৪ কোটি বাড়িতে পাইপের সাহায্যে জল সরবরাহ করা হয়েছে।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "২০১০ ও ২০১২ সালে বরেলিতে ব্যাপক দাঙ্গা হয়েছিল, কিন্তু কংগ্রেস এবং এসপি বরেলির মানুষের পাশে ছিল না। ২০১৭ সালে আপনারা বিজেপি সরকার গঠন করেছিলেন এবং বিজেপি যোগীজিকে মুখ্যমন্ত্রী করেছিল। এত অল্প সময়ের মধ্যেই উত্তর প্রদেশকে দাঙ্গামুক্ত করে দিলেন যোগীজি।" অমিত শাহ বলেছেন, "১০ বছর ধরে, কেন্দ্রে সোনিয়া-মনমোহনের সরকার ছিল, যারা ১০ বছরে উত্তর প্রদেশকে মাত্র ৪ লক্ষ কোটি টাকা দিয়েছে। মোদীজি ১০ বছরে উত্তর প্রদেশকে ১৮ লক্ষ কোটি টাকা দিয়েছেন।"


You might also like!