kolkata

2 weeks ago

Kunal Ghosh-TMC:রাজ্য সম্পাদকের পদের পর এবার তারকা প্রচারের তালিকা থেকেও কুণালকে বাদ

Kunal Ghosh-TMC
Kunal Ghosh-TMC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য তারকা প্রচারকের একটি তালিকা নির্বাচন কমিশনে দিয়েছে শাসকদল। সেই ৪০ জনের তালিকায় নাম নেই কুণালের! তা থেকে প্রশ্ন তৈরি হয়েছে, দলীয় বিষয়ে প্রকাশ্যে ‘বিতর্কিত’ মন্তব্য করে নেতৃত্বের রোষে পড়া কুণালের সঙ্গে কি দূরত্ব তৈরি করতে চাইছে তৃণমূল?

বস্তুত, দলের পদ খোওয়ানোর পরও বুধবার সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে একের পর এক উদাহরণ টেনে কুণাল বোঝাতে চেয়েছিলেন যে তিনি তৃণমূলের অনেক নেতার চেয়ে বেশি দরদ দিয়ে দলটা করেন। এও বলেছিলেন, "চেষ্টা করব শেষ দিন পর্যন্ত তৃণমূলের সৈনিক হিসেবে থেকে যাওয়ার।"

অনেকেই ভেবেছিলেন, অভিমান করে কুণাল হয়তো চুপ করে যাবেন। তবে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর কুণাল ফের বোমা ফাটান। সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে কেন মোদীর বিরুদ্ধে মুখ খোলেন না, অতীতে তৃণমূলে থাকাকালীন একাধিকবার এই প্রশ্ন তুলেছেন অধুনা বিজেপিতে যাওয়া তাপস রায়।

এদিন তাপস রায়ের সেই প্রশ্নের সঙ্গেই শুভেন্দু অধিকারীকে জুড়ে দিয়ে ফের সুদীপকে নিশানা করেন কুণাল। বলেন, "শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন, তা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এটা মানতেই হবে, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু পরিশ্রম করছেন। গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন। তাঁর দলের জন্য যে কাজটা করার দরকার সেটা করছেন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের নেতা হলেও তাঁকে একবারও নরেন্দ্র মোদীর সমালোচনা করতে শোনা যাচ্ছে না কেন? এই যে অমিত শাহ, জেপি নাড্ডারা বাংলায় এসে এত কথা বলে যাচ্ছেন, কেন তার পাল্টা বলছেন না সুদীপ!"

প্রসঙ্গত, কুণালকে পদ থেকে সরানোর দলীয় বিবৃতিতে সই ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের৷ ডেরেককে  ‘কুইজ় মাস্টার’ বলেও বুধবার কটাক্ষ করেছিলেন কুণাল৷

সূত্রের খবর, এসব কারণেই এবার দলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়তে হল কুণালকে। যদিও দলের একটি সূত্রের দাবি, উনি যেহেতু এখন রাজ্য সম্পাদকের পদে নেই তাই তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়েছেন। তবে এ ব্যাপারে কুণালের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


You might also like!