Country

1 week ago

Amritpal Singh:লোকসভা ভোটে লড়বেন জেলবন্দি খলিস্তানি নেতা অমৃতপাল, দাবি আইনজীবীর

Amritpal Singh
Amritpal Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি নেতা অমৃতপাল সিংহ! এমনই দাবি করলেন তাঁর আইনজীবী রাজদেব সিংহ খালসা। যদিও এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি অমৃতপালের পিতা তারসেম সিংহ। তিনি জানান, বৃহস্পতিবার জেলবন্দি ছেলের সঙ্গে দেখা করার পরেই তিনি এই বিষয়ে মন্তব্য করবেন। এর আগে ভোটে দাঁড়ানোর ব্যাপারে অমৃতপাল অনীহা প্রকাশ করেছিলেন বলেই দাবি করেছেন তাঁর পিতা।

অমৃতপালের (Amritpal Singh) আইনজীবী রাজদেব সিংহ খালসা জানিয়েছেন, খলিস্তানি নেতা ভোটে দাঁড়ানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন। গতবছর মার্চ মাসে জাতীয় সুরক্ষা আইনে (NSA) গ্রেপ্তার হন খলিস্তানি নেতা অমৃতপাল। তার পর থেকেই অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি তিনি। বুধবার ওই খলিস্তানি নেতার সঙ্গে দেখা করার পরই তাঁর আইনজীবী রাজদেব সিংহ খালসা দাবি করেছেন, পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে ল‌োকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমৃতপাল।

যদিও অমৃতপালের বাবা তারসেম সিংয়ের বক্তব্য, ছেলের ভোটে (Lok Sabha 2024) দাঁড়ানোর ব্যাপারে তিনি কিছু জানেন না। আগে অমৃতপাল ভোটে দাঁড়ানোর ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন। তবে তারসেম সিং বৃহস্পতিবারই জেলে ছেলের সঙ্গে দেখা করবেন। তার পরই অমৃতপালের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। আইনজীবী রাজদেব সিংহ খালসা জানিয়েছেন, তিনি নিজেই অমৃতপালকে ভোটে দাঁড়ানোর ব্যাপারে অনুরোধ করেছিলেন। তাতে অমৃতপাল রাজি হয়েছেন।

দুবাই ফেরত অমৃতপাল প্রকাশ্যেই নিজেকে খলিস্তানি নেতা ভিন্দ্রেনওয়ালের অনুগামী বলে পরিচয় দেন। নিজেকে খলিস্তানি বলতে গর্ববোধ করেন তিনি। ভিন্দ্রানওয়ালের মতোই সামরিক পোশাক পরেন অমৃতপাল। এ হেন বিচ্ছিন্নতাবাদী নেতা লড়বেন দেশের আইনসভার নির্বাচনের জন্য। তিনি নির্বাচিত হলে, সেটা দেশের জন্য কতটা ভালো বিজ্ঞাপন হবে, তা নিয়ে সংশয় রয়েছে।


You might also like!