Game

1 week ago

MS Dhoni- Ishan Kishan: ধোনি, ইশানের মাথায় বাজ? দুর্নীতির অভিযোগ! শুরু হল তদন্ত

MS Dhoni- Ishan Kishan
MS Dhoni- Ishan Kishan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়সড় অভিযোগে অভিযুক্ত মহেন্দ্র সিং (MS Dhoni) ধোনি, ইশান কিষানদের রাজ্য সংস্থা। দুর্নীতির অভিযোগ উঠল ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Jharkhand Cricket Association) বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন সংস্থার প্রাক্তন সভাপতি অমিতাভ চৌধুরীর স্ত্রী নির্মল কৌর। চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যেও। চিন্তায় পড়েছে BCCI-ও।

ইতিমধ্যেই সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং অস্বচ্ছ নির্বাচনের অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের কোম্পানি বিষয়ক মন্ত্রক। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশাপাশি একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য যে, বর্তমানে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন সঞ্জয় সহায়। ২০২২ সালের নির্বাচনের পর থেকেই এই পদে অধিষ্ঠিত রয়েছেন তিনি। প্রাক্তন সভাপতি অমিতাভ চৌধুরীর স্ত্রী নির্মল করের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতা মন্ত্রীদের প্রভাব পড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর। দখল বাড়িয়েছে নেতা মন্ত্রীরা। সঞ্জয় সাহা এইমুহুর্তে তাদের কথা মতই কাজকর্ম করেন বলে অভিযোগ।

তবে কেবল সঞ্জয় নয়, নির্মলের নিশানায় রয়েছে কাউন্ট্রি ক্রিকেট ক্লাবের প্রাক্তন সভাপতি তথা পাটনার আইনজীবী রাজীব কুমার সিংহও। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছেন নির্মল। প্রাক্তন সভাপতির স্ত্রীয়ের দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বরাদ্দ করা টাকা ক্রিকেটের পেছনে খরচ না করে কিছু ব্যক্তিবর্গের পকেটে ঢুকছে। অনুদানের টাকায় ফুলেফেঁপে উঠছে অন্যান্য ব্যক্তি।

যার কারণে ক্ষতির মুখে পড়ছে রাজ্যের ক্রিকেট বোর্ড। পরিকাঠামো নষ্ট হচ্ছে, রাজ্য ক্রিকেটের কোনও উন্নতি হচ্ছেনা বলে দাবি তার। সেই সাথে একাধিক যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে অযোগ্যদের পদমর্যাদা দেওয়ার অভিযোগ তো রয়েইছে। এমনকি অমিতাভের প্রয়াণের পর তার অফিস, ঘর এমনকি জিনিসপত্রের উপরেও নাকি দখল দিয়েছে রাজ্য বোর্ড। নির্মলের এই অভিযোগের পরপরই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কোম্পানি বিষয়ক মন্ত্রক। গত ৭ মার্চই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কোম্পানি বিষয়ক মন্ত্রক। এই ঘটনা সত্যি হলে তা যে ঝাড়খণ্ড বোর্ডের জন্য বড় লাঞ্ছনার হবে সেকথা বলাই বাহুল্য।

You might also like!