International

9 months ago

Afghanistan : উত্তর আফগানিস্তানে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে মৃত ৭, আহত কমপক্ষে ৬ জন

Blast in afghanistan kills seven
Blast in afghanistan kills seven

 

কাবুল, ৬ ডিসেম্বর  : উত্তর আফগানিস্তানে বাল্খ প্রদেশে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৭ জন। তেল শ্রমিকদের নিয়ে যাওয়া একটি বাসে বিস্ফোরণে জখম হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার সকালে প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরীফে এই বিস্ফোরণ হয়। পুলিশের মুখপাত্র মহম্মদ আসিফ ওয়াজেরি বলেছেন, সকাল সাতটা নাগাদ এই বিস্ফোরণ হয়। হাইরাতন তেলের কর্মচারীরা ছিলেন ওই বাসে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ওয়াজেরি বলেন, পুলিশ তদন্ত করছে এবং অপরাধীকে খুঁজছে। বাল্খ প্রদেশ হল আফগানিস্তানের প্রধান প্রদেশগুলির মধ্যে একটি, উজবেকিস্তানের সীমান্তের কাছে হাইরাতান শহরে, যার মধ্য এশিয়ার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ রয়েছে। কোনও সন্ত্রাসী সংগঠন হামলার দায় স্বীকার করেনি।


You might also like!