West Bengal

7 months ago

Election Commission: রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক আজ

Election Commission of India (File Picture)
Election Commission of India (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে পা রেখেই তাঁদের কর্মসূচি শুরু করে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রবিবার দুটি দলে ভাগ হয়ে রাজ্যের মাটিতে পা রেখেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এসেছেন রাত সাড়ে ১০টা নাগাদ। তবে বেঞ্ছের বাকি সদস্যরা অবশ্য পৌঁছে যান গতকাল দুপুরেই। 
একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ আফতাব এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছেন বেঞ্চের সদস্যরা। তবে ফুল বেঞ্চের মধ্যে একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার সেই বৈঠকে ছিলেন না। সূত্রের খবর বেঞ্চ রাজ্যের ভোট প্রস্তুতি সম্পর্কে প্রাথমিক খোঁজখবর নিয়েছে। ভোটার তালিকা, বুথ প্রস্তুতি ও আদর্শ আচরণ বিধি নিয়ে কমিশনের যে নির্দেশিকাগুলি রয়েছে তার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে কেমন কাজ হয়েছে, ফুল বেঞ্চ প্রথমদিনই তার খতিয়ান নিয়েছে। এমনকী কমিশনের যাবতীয় নির্দেশ যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সেটাও বেঞ্চের সদস্যদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যে ইতিমধ্যেই চলে আসা ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তাদের রুট মার্চের বিষয়েও রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। 

You might also like!