Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

Mankare:মানকরে আইওসির সিএসআর তহবিলে স্কুলভবন নির্মান

Construction of school buildings with IOC's CSR funds in Mankare
Construction of school buildings with IOC's CSR funds in Mankare

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   ক্লাসরুমের সঙ্কটে সমস্যায় পড়েছিল পড়ুয়ার। এবার ইন্ডিয়ান অয়েলে কর্পোরেশন লিমিটেডের সঙ্গে সিএসআর তহবিল থেকে নতুন স্কুল ভবন পেল মানকর মোহরদেবী বাজাজ প্রাথমিক বিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে নবনির্বিত স্কুলভবনটি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আইওসিএলের জিএম কিশোরকান্তি বালা ও মুকেশ গুপ্তা। মানকর পালপাড়ায় রয়েছে মোহরদেবী প্রাথমিক বিদ্যালয়। পঞ্চম শ্রেনী পর্যন্ত স্কুলের পড়ুয়া সংখ্যা ১১২ জন। শিক্ষক রয়েছেন ৪ জন।

স্কুলের প্রধান শিক্ষক শুভজিৎ কোনার বলেন," ক্লাসরুম সঙ্কট ছিল। একটা রুমে দুটো ক্লাসের পঠনপাঠন হত। তাতে সমস্যা হত। তাই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সিএসআর তহবিল থেকে ক্লাসরুম তৈরির জন্য আবেদন করা হয়েছিল।" আইওসিএলের জিএম কিশোরকান্তি বালা বলেন," আবেদন পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়। তারপর ৩২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে দুটি ক্লাসরুম, কিচেনরুম, টয়লেট, বাথরুম তৈরি করে দেওয়া হয়। সেসব আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।" নতুন ক্লাসরুম পেয়ে খুশি পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা।


You might also like!