Game

2 hours ago

Virat Kohli: পাকা দাড়ি, ক্লান্ত চোখ—লন্ডনের রাস্তায় ‘বৃদ্ধ’ বিরাট, ছবি ভাইরাল!

Virat Kohli
Virat Kohli

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: লন্ডনের রাস্তায় ঢিলেঢালা পোশাকে ঘুরে বেড়াতে দেখা গেল ভারতীয় ক্রিকেটের ‘কিং’ বিরাট কোহলিকে। পাকা দাড়ি আর ধবধবে সাদা ভ্রু—নতুন এই লুকেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন কোহলি। সম্প্রতি লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা অবাক বিস্ময়ে খেয়াল করেন, এই ছবিতে বিরাটের দাড়িতে সাদার ছাপ বেশ প্রকট। খেলোয়াড় জীবনে বরাবরই ফিটনেস-ফ্রিক কোহলি। এমনকি নতুন লুকেও তাঁকে যথেষ্ট ফিট মনে হচ্ছে। কিন্তু বয়স যে থেমে নেই, তা যেন স্পষ্ট তাঁর চেহারাতেই। ৩৬ বছর বয়সেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। অনেকেই  ভাবছেন, বয়সের ছাপ এবং এই ‘পাকা’ দাড়িই কি তাঁকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? 

মাত্র মাস তিনেক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে রসিকতার সুরে বলেছিলেন, ‘চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়।’ সে কথা যে নেহাত রসিকতা ছিল না। সেটা বিরাটের নতুন লুক দেখেই বোঝা যাচ্ছে। নেট দুনিয়ায় অনেকে বলছেন, বিরাট বুঝি এবার সত্যিই বৃদ্ধ হচ্ছেন। কারও আক্ষেপ, “এভাবে কোহলিকে বুড়ো হতে দেখে দুঃখ হচ্ছে।” মাত্র ৩৬ বছরেই সাদা জার্সি তুলে রেখেছেন কোহলি। কিন্তু কেন? সম্প্রতি যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে মজার ছলে বলছেন, “দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গিয়েছে।” তাঁর এই কথায় যেমন ছিল হাস্যরস, তেমনি ছিল হয়তো বাস্তবের প্রতিফলনও। অনেকেই বলছেন, হয়তো দাড়ির রঙই বিরাটকে বুঝিয়ে দিয়েছে জীবনের একটি অধ্যায় শেষ করার সময় এসেছে। যা-ই হোক, কোহলির নতুন  লুক নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড়। একদল ভক্ত যেমন দাড়ির সাদা রঙে খানিকটা আবেগপ্রবণ, তেমনই অনেকে বলছেন—“পাকা দাড়িতেও রাজকীয় তিনি।”

You might also like!