ফ্লোরিডা, ৭ আগস্ট : বৃহস্পতিবার চেজ স্টেডিয়ামে পুমাসকে ৩-১ গোলে হারাল মেসিবিহীন ইন্টার মায়ামি। স্বাগতিকদের পক্ষে রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ ও তাদেও আলেন্দে গোল করেন। পুমার একমাত্র গোলটি করেন হোর্হে রুভালকাবা। ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় মেসিকে পাওয়া না গেলেও লুইস সুয়ারেজ-ডি পলরা জ্বলে উঠলেন ঠিক সময়েই। এই জয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করল ইন্টার মায়ামি।
৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ক্লাবের মধ্যে শীর্ষে আছে মায়ামি। এদিন ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছে ইন্টার মায়ামি। ৫৬ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৮টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রাখতে পেরেছে তারা। অন্যদিকে পুমাস ১২টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে।