রিয়াদ, ৬ আগস্ট : আসন্ন সৌদি সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ায় জন্য আল হিলালকে বড় ধরনের শাস্তি দিল সৌদি ফুটবল ফেডারেশন। আগামী মরসুমেও টুর্নামেন্টটিতে অংশ নিতে পারবে না আল হিলাল। একইসঙ্গে দিতে হচ্ছে আর্থিক জরিমানাও। মঙ্গলবার তাঁদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি।
আগামী ১৯ থেকে ২৩ আগস্ট হংকংয়ে হবে সৌদি সুপার কাপ। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার কারণে খেলোয়াড়দের ক্লান্তির কথা জানিয়ে তাঁরা আসর থেকে নিজেদের নাম তুলে নেয়l এসএএফএফ ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এক বিবৃতিতে জানায়, ২০২৫-২৬ মরসুমের সৌদি সুপার কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশের পর অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আল হিলাল। এর মাধ্যমে তাঁরা শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা ভঙ্গ করেছে। তাই তাদেরকে ৫ লাখ সৌদি রিয়ালস এসএএফএফকে জরিমানা হিসেবে প্রদান করতে হবে।