kolkata

6 hours ago

GST: জিএসটি সংগ্রহে রাজ্যের উজ্জ্বল ছবি,অর্থনীতির উন্নতির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর!

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে শিল্প ও পরিষেবা খাতে ধারাবাহিক উন্নতির প্রভাব পড়ছে রাজস্ব আদায়েও। চলতি বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গে জিএসটি (GST) আদায়ের পরিমাণ গত বছরের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। এই তথ্য প্রকাশ করে রাজ্যের আর্থিক স্বাস্থ্যকে “অত্যন্ত ভালো” বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান,  "এই বৃদ্ধির হার রাজ্যের ব্যবসা ও ব্যয়ের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির প্রতিফলন। এটি রাজ্যের অত্যন্ত ভালো অর্থনৈতিক স্বাস্থ্যের লক্ষণ।" তিনি আরও জানিয়েছেন, জুলাই পর্যন্ত রাজ্যের জিএসটি আদায়ের যৌথ বৃদ্ধির হার (Cumulative Growth Rate) ৭.৭১ শতাংশে পৌঁছেছে। 

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যে শিল্প ও ব্যবসায়িক পরিবেশ উন্নত হচ্ছে। নতুন শিল্প উদ্যোগ, কলকারখানা ও পরিষেবা সংস্থার আগমন রাজ্যের অর্থনীতিকে গতিশীল করে তুলেছে। বিশেষত, পরিষেবা খাতে লাগাতার বৃদ্ধি এবং লগ্নির ধারা রাজ্য সরকারকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও শক্ত ভিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে জিএসটি সংগ্রহে এই ১২ শতাংশ বৃদ্ধির হার এক ধাক্কায় চোখে পড়ার মতো। যদি এই ধারা আর্থিক বছরের বাকি সময়েও বজায় থাকে, তাহলে রাজ্যের রাজস্বের খাতে তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আর্থিক স্থিতিশীলতা আরও সুসংহত হবে। 

উল্লেখযোগ্যভাবে, রাজ্য সরকার শিল্পোন্নয়নে বারবার জোর দিয়েছে এবং ‘বিনিয়োগ বান্ধব’ পরিবেশ তৈরি করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। সেই প্রচেষ্টার সুফল মিলছে জিএসটি আদায়ের পরিসংখ্যানে, যা প্রশাসনিক মহলে আশাবাদের সৃষ্টি করেছে।

You might also like!