মিলান, ৬ আগস্ট : একটা অধ্যায় শেষ, আরেকটা শুরু। রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো এক যুগের বেশি সময় কাটানোর পর লুকা মদ্রিচ আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার এসি মিলানে যোগ দিলেন। এদিন আনুষ্ঠানিকভাবে এই ক্রোয়াট তারকাকে পরিচয় করিয়ে দেয় রোসোনেরিরা। শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মদ্রিচ বলেন, স্বপ্নপূরণ হয়েছে তাঁর। লক্ষ্য নতুন মরসুমে মিলয়ানকে সিরি আ শিরোপা জিতিয়ে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে তোলা। আগামী শনিবার অর্থাৎ ৯ আগস্ট প্রাক মরসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এসি মিলানের জার্সিতে অভিষেক হবে এই ক্রোয়াট তারকার।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে ২৬ বছর বয়সে যোগ দিয়ে কিংবদন্তি হয়ে যান লুকা। ১৩ বছরে জিতেছেন ২৮টি ট্রফি, যার মধ্যে ৬টি চ্যাম্পিয়নস লিগ, আছে ৪টি লা লিগাও। ২০১৮ সালে জিতেছেন ব্যালন ডি’অরও।