দেওঘর, ২৯ জুলাই : ঝাড়খণ্ডের দেওঘর জেলায় বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১৮ জন পুণ্যার্থী। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টুইট করে জানিয়েছেন, "আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে, শ্রাবণ মাসে কানওয়ার যাত্রার সময়, বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন।" মঙ্গলবার ভোরে দেওঘর জেলার মোহনপুর ব্লকের জামুনিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। জামুনিয়ার কাছে পুণ্যার্থী বোঝাই বাস ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে জানা যায়, ৬ জনের মৃত্যু হয়েছে। পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, মৃতের সংখ্যা ১৮। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাস ও ট্রাকের সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, বাসটি টুকরো টুকরো হয়ে যায়। তবে বাসে থাকা কিছু ভক্ত সম্পূর্ণ নিরাপদে আছেন। কেউ কেউ অল্পবিস্তর আহত হয়েছেন।
मेरे लोकसभा के देवघर में श्रावण मास में कांवर यात्रा के दौरान बस और ट्रक के दुर्घटनाग्रस्त होने के कारण 18 श्रद्धालुओं की मौत हो गई है । बाबा बैद्यनाथ जी उनके परिजनों को दुख सहने की शक्ति प्रदान करें
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) July 29, 2025