Country

3 hours ago

Tamil Nadu State Education Policy 2025: নিজস্ব শিক্ষানীতি প্রকাশ তামিলনাড়ু সরকারের

MK Stalin to launch Tamil Nadu's own State Education Policy today
MK Stalin to launch Tamil Nadu's own State Education Policy today

 

চেন্নাই, ৮ আগস্ট : কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বিপরীতে নিজস্ব শিক্ষানীতি প্রকাশ করল তামিলনাড়ু সরকার। শুক্রবার তামিলনাড়ুর শিক্ষানীতি প্রকাশের পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন জানান, রাজ্যের স্কুলগুলিতে শুধুই দু’টি ভাষা চলবে— তামিল এবং ইংরেজি। উল্লেখ্য, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে তিন ভাষার কথা বলা হয়েছে। সেখানে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার কথা যেমন উল্লেখ রয়েছে, তেমনই রয়েছে হিন্দি এবং ইংরেজি ভাষায় শিক্ষার প্রসঙ্গও। তবে তামিলনাড়ু সরকারের শিক্ষানীতিতে দু’টি ভাষার উপরেই জোর দিয়েছেন স্ট্যালিন। তাৎপর্যপূর্ণভাবে, সেখানে হিন্দির উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু’টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক— ইংরেজি এবং স্থানীয় ভাষা।


You might also like!