Country

3 hours ago

Priyanka Gandhi news:গণতন্ত্রের ধ্বংসে যাঁরা জড়িত, তাঁদের জবাব দিতে হবে: প্রিয়াঙ্কা গান্ধী

destruction of democracy,
destruction of democracy,

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর তোলা অভিযোগ সম্পর্কে শুক্রবার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, রাহুল গান্ধী এত বড় একটা ব্যাপার সামনে এনেছেন। যদি কোনও সমস্যা বা অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, তাহলে তার তদন্ত করা উচিত। তদন্তের পরিবর্তে তারা (বিজেপি) হলফনামা চাইছে।

প্রিয়াঙ্কার সংযোজন, এমন একদিন আসবে যখন অন্যেরা ক্ষমতায় আসবেন। এখন যাঁরা গণতন্ত্রের এই ধ্বংসে জড়িত, তখন তাঁদের এর জবাব দিতে হবে। এদিন প্রিয়াঙ্কা সংসদ চত্বরে বিরোধী মঞ্চ ‘ইন্ডি’-জোটের সাংসদের সঙ্গে বিক্ষোভে শামিল ছিলেন।


You might also like!