Technology

20 hours ago

Triumph Thruxton 400: বাইকপ্রেমীদের হৃদয় কাঁপাতে আসছে Triumph Thruxton 400, দেখুন নজরকাড়া লুক

Triumph Thruxton 400
Triumph Thruxton 400

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: Triumph তাদের ৪০০ সিসি সেগমেন্টে নতুন চমক হিসেবে আনতে চলেছে Thruxton 400 বাইক। সম্প্রতি পুণেতে একটি টিভিসি শুটিংয়ের সময় বাইকটিকে একেবারে নিরাবরণ অবস্থায় দেখা গিয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বাইকপ্রেমীদের মধ্যে। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের অগস্ট মাসেই ভারতের বাজারে এই বাইকের আনুষ্ঠানিক লঞ্চ হতে চলেছে।

Thruxton 400 বাইকটি Triumph-এর ফ্ল্যাগশিপ Thruxton মডেলগুলির অনুপ্রেরণায় তৈরি হয়েছে। বাইকটিতে রয়েছে একটি নতুন রেট্রো রেসার-স্টাইল সেমি-ফেয়ারিং, যা একে একদম আলাদা লুক দেয়। এই ফেয়ারিংয়ের সঙ্গে রয়েছে বার-এন্ড মিরর এবং একটি স্পোর্টি রেয়ার সিট কাউল, যা বাইকটির ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। বাইকটির রং হল রেড ও সিলভার স্ট্রাইপ-এর ডুয়েল টোন কম্বিনেশন, যা দেখে একে প্রিমিয়াম অনুভূতি দেয়। বাকি বডি ও কম্পোনেন্টগুলি মূলত Speed 400-এর সঙ্গে শেয়ার করা হয়েছে।

Triumph Thruxton 400-এ থাকছে আগের মতোই ৩৯৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা Speed 400 এবং Scrambler 400 সিরিজেও ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন ৩৯.৫ বিএইচপি ও ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং এতে থাকবে সিক্স-স্পিড গিয়ারবক্স। ইঞ্জিনটি তার স্মুদ পারফরম্যান্স, মিড-রেঞ্জ পাওয়ার এবং ট্র্যাক্টেবিলিটির জন্য ইতিমধ্যেই জনপ্রিয়। তবে Thruxton 400-কে আরও স্পোর্টি চরিত্র দেওয়ার জন্য ফাইনাল ড্রাইভ রেশিও-তে কিছু পরিবর্তন করা হতে পারে।বাইকটিতে পাওয়া যাবে এলইডি আলো, সুইচেবল এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল, এবং একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা আগের Speed 400-এর মতোই হবে বলে আশা করা যাচ্ছে।

Triumph Thruxton 400 কে Scrambler 400 X-এর উপরের একটি প্রিমিয়াম পজিশনে রাখা হবে। অনুমান করা যাচ্ছে, এর দাম হবে প্রায় ২.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে একটি নিখুঁত সংমিশ্রণ হতে চলেছে রেট্রো ডিজাইন ও আধুনিক প্রযুক্তির, যা ক্যাফে রেসার প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হিসাবে আসতে চলেছে ভারতীয় বাজারে।

You might also like!