এস্তাদিও, ৮ আগস্ট : নতুন মরসুম, তবে নিজের রূপটা বদলায়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর । ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে বৃহস্পতিবার প্রাক মরসুম প্রীতি ম্যাচে রিও অ্যাভেকে উড়িয়ে দিয়েছে আল নাসর। এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে ৪-০ গোলের বড় জয় পেয়েছে সিআর সেভেনের দল। রিও অ্যাভের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। ১৫ মিনিটেই লিড পায় তারা। এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রোনাল্ডো ম্যাজিকে লিড দ্বিগুণ করে সৌদি ক্লাবটি। বিরতির পর নাসরকে ৩-০তে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। ৬৩ মিনিটে বল জালে পাঠিয়ে জোড়া গোল করেন সিআর সেভেন। এর পর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। সেই সঙ্গে দলকে ৪-০ ব্যবধানের বড় জয় এনে দেন রোনাল্ডো।