কলকাতা, ১ আগস্ট : শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হতে পারে ভারী বৃষ্টি। শনিবারও কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির জন্য রয়েছে সতর্কতা। কলকাতার পাশাপাশি হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, শুক্রবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আগামী বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। শনি, রবি, সোমবার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে সতর্কতা। উত্তর দিনাজপুরেও আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।