Game

10 hours ago

Ballon d’Or 2025: ব্যালন ডি’অর মনোনয়নে ৩০ জনের ৯ জনই পিএসজির

PSG Ballon d'Or
PSG Ballon d'Or

 

কলকাতা, ৮ আগস্ট : এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পিএসজি। শিরোপা জয়ে ওসমান দেম্বেলে রেখেছিলেন অসামান্য অবদান। ১৫ ম্যাচে ৮ গোলের পাশাপাশি তিনি করেছিলেন ৬ অ্যাসিস্ট। নিশ্চিতভাবেই তাই ব্যালন ডি’অর মনোনয়নে স্থান পেলেন তিনি। দেম্বেলে ছাড়াও পিএসজির আরও ৮ ফুটবলার ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, যা এবার এক ক্লাবের হিসাবে সর্বোচ্চ। তারা হলেন- জিয়ানলুইজ দোন্নারুমা, দেজিরে দুয়ে, আশরাফ হাকিমি, খাভিচা কাভারেস্খেলিয়া, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ফ্যাবিয়ান রুইজ ও ভিতিনহা। দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন মনোনয়ন পেয়েছেন বার্সিলোনা থেকে। তারা হলেন- পেদ্রি, লামিন ইয়ামাল, রবার্ট লেওয়ান্ডোভস্কি ও রাফিনহা। ইয়ামাল মনোনয়ন পেয়েছেন সেরা তরুণ তথা কোপা ট্রফির জন্যও। রিয়াল মাদ্রিদ থেকে আছেন তিনজন—জুদ বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ইন্টার মিলান থেকে ডেঞ্জেল ডাম্ফ্রিস ও লতারো মার্টিনেজ।

মনোনয়নপ্রাপ্ত ৩০ ফুটবলার: জুদ বেলিংহ্যাম, ওসমান দেম্বেলে, জিয়ানলুইজ দোন্নারুমা, দেজিরে দুয়ে, ডেঞ্জেল ডাম্ফ্রিস, সেরহো গুইরেসি, ভিক্টর গিওকারেস, এরলিং হল্যান্ড, আশরাফ হাকিমি, হ্যারি কেন, খাভিচা কাভারেস্খেলিয়া, রবার্ট লেওয়ান্ডোভস্কি, ম্যাক অ্যালিস্টার, লতারো মার্টিনেজ, কিলিয়ান এমবাপ্পে, স্কট ম্যাকটমিনে, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, মাইকেল ওলিস, কোল পালমার, পেদ্রি, রাফিনহা, ডেকলাইন রাইস, ফ্যাবিয়ান রুইজ, মোহামেদ সালাহ, ভারজিল ফন ডাইক, ভিনিসিউস জুনিয়র, ভিতিনহা, ফ্লোরিয়ান উইর্টজ ও লামিন ইয়ামাল।


You might also like!