Festival and celebrations

2 months ago

Biswa Bangla Sharad Samman 2024 award: ঘোষণা হলো বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪ পুরস্কার প্রাপকদের তালিকা

Biswa Bangla Sharad Samman 2024 award
Biswa Bangla Sharad Samman 2024 award

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিশ্ব বাংলা শারদ সম্মান - ২০২৪ এর পুরস্কার ঘোষিত। এ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন এই ঘোষণা করেছেন । তিনি বলেন, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ কলকাতা পুরসভা এলাকার পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধাননগর পুরসভা এবং হাওড়া পুরসভা এলাকায় দুর্গাপুজো নিয়েই এই প্রতিযোগিতা। বিভাগীয় সচিব শান্তনু বসু এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সেরার সেরা সম্মান জয়ী ৩২টি পুজো কমিটি। অকালবোধন - ত্রিধারা'র ঝুলিতে রয়েছে প্রথম স্থানের মুকুট জয় করার শিরোপা। মন্ত্রী জানান, সেরা সাবেকি পুজোর সম্মান জিতেছে ছয়টি। প্রথম স্থানে রয়েছে, বাগবাজার সর্বজনীন। তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা কৌশিক বসাক বলেন, সেরা মন্ডপের তালিকায় রয়েছে পাঁচটি। উল্লেখ্য, কালীঘাট মিলন সঙ্ঘ প্রথম স্থানে রয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের অধীন সংবাদ বিভাগের প্রধান শর্মিষ্ঠা ব্যানার্জি জানান, সেরা প্রতিমার বিচারে তিনটি সম্মান জিতেছে। মহম্মদ আলি পার্ক প্রথম স্থানে রয়েছে। সেরা ভাবনা - এই বিভাগে ১৫টি পুরস্কার। এর মধ্যেই অন্যতম চেতলা আলাপী। উল্লেখ্য, এই পাঁচটি বিভাগে মোট ৬১টি পুজো সম্মান জিতেছে। এছাড়াও সেরা পরিবেশ বান্ধব - ১৪টি এবং বিশেষ পুরস্কার ৩০টি পুজো কমিটির দখলে রয়েছে।

You might also like!