Tripura

2 months ago

Tripura:গণ্ডাছড়া ত্রাণ শিবিরে প্রাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী প্রতিমার সাহায্য প্ৰদান

Pratima Bhoumik Tripura
Pratima Bhoumik Tripura

 

গণ্ডাছড়া (ত্রিপুরা), ৩ অক্টোবর  : ধলাই জেলার গণ্ডাছড়ায় ত্রাণ শিবিরে আশ্রিত বিপন্নদের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী প্রতিমা ভৌমিক। বুধবার গণ্ডাছড়ায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ত্রাণ শিবিরে আশ্রিত মানুষজনের হাতে খাদ্য, বস্ত্র সহ বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন প্রতিমা।

এদিন গণ্ডাছড়ার ত্রাণ শিবিরে আশ্রিত বিপন্নদের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন প্রাক্তন সাংসদ তথা কেন্রীসায় সরকারের প্রতিমন্ত্রী। তিনি আশ্বাস দেন, সরকার সব সময় আশ্রিত ও বিপন্নদের পাশে আছে। তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করতে কাজ করে চলেছে রাজ্য সরকার ও প্রশাসন। শীঘ্রই শিবিরের মানুষজন বাড়ি ফিরতে পারবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন প্রতিমা ভৌমিকের সহায়তা পেয়ে অনেকটা স্বস্তির বোধ করছেন শিবিরের মানুষজন। তাঁরা তাঁদের সমস্যার কথাও জানিয়েছেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিককে।

You might also like!