Festival and celebrations

2 months ago

মহাষ্টমীতে কুমারী পুজো হবে ঢাকার রামকৃষ্ণ মিশনে

Kumari Puja will be held on Mahashtami at Ramakrishna Mission in Dhaka
Kumari Puja will be held on Mahashtami at Ramakrishna Mission in Dhaka

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  অবশেষে কুমারী পুজো হচ্ছে বাংলাদেশের রামকৃষ্ণ মিশনে। বাংলাদেশ সেনাবাহিনীর তরফে জানানো হয়, কুমারী পুজোর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তার পরেই পুজো উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকবারের মতোই রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো হবে।

ঢাকার দুর্গোৎসবের মূল আকর্ষণ হলো কুমারী পুজো। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের কাছেই কুমারী পুজো হল অন্যতম আকর্ষণ। কিন্তু এবার কুমারী পুজো হবে না জানানো হয়েছিল মিশনের তরফে। এই সিদ্ধান্তে সকল ধর্মের মানুষ হতাশ হয়েছিলেন। তবে  মিশনের তরফে জানানো হয়, যাবতীয় জট কাটিয়ে শারদীয় দুর্গাপুজোয় অষ্টমীতে রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতিবারের মতো এবারও কুমারী পুজো অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কুমারী পুজো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মিশন কর্তৃপক্ষ।

You might also like!