দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কাঁথির ‘নান্দনিক’ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবি তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী।
ওই পুজো উদ্বোধনের মঞ্চেও উঠে এল বিচারের দাবি। মঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতেই শিশিরবাবু বলেন, ‘‘কাঁথির পবিত্র মাটিতে বহু গুণী মানুষ জন্মেছেন। ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এখান থেকে আর জি-কর কাণ্ডের বিচার চাইছি। আর জি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনা বাংলা তো বটেই, সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। ওই নারকীয় ঘটনার কঠোরতম শাস্তি চাই।’’