West Bengal

7 months ago

Asansol:অ্যাপেনডিক্স অপারেশনে করতে গিয়ে রোগীর মৃত্যু,রোগীমৃত্যু ঘিরে আসানসোলের নার্সিংহোমে ধুন্ধুমার

Death of patient during appendix operation, panic in nursing home in Asansol
Death of patient during appendix operation, panic in nursing home in Asansol

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে। তবে অস্ত্রোপচার করার সময় মৃত্যু হয় রোগীর। কেন্দ্র করে নার্সিংহোমে উত্তেজনা। ভাঙচুর হয় জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোলের হিলভিউ এলাকায় অবস্থিত একটি নার্সিংহোমে। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে রোগীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশবাহিনী। যদিও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ।

মৃত মনোজ রায়। বছর চুয়াল্লিশের ওই ব্যক্তি পেশায় আসানসোল রেল ডিভিশনের টিকিট পরীক্ষক। অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। অস্ত্রোপচার করার পরই পরিবারের লোকজনেরা জানতে পারেন মৃত্যু হয়েছে মনোজের। রোগীমৃত্যুর খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়স্বজনেরা। নার্সিংহোমে শুরু হয় ব্যাপক ভাঙচুর। এসি আছড়ে ভেঙে ফেলা হয়।

খবর পেয়ে তড়িঘড়ি আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। তবে তাতেও প্রথমে পরিস্থিতি সামাল দেওয়া সAম্ভব হয়নি। বেশ খানিকক্ষণ পর তদন্তের আশ্বাসে ভাঙচুর বন্ধ করেন রোগীর পরিজনেরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। চিকিৎসক নির্ঝর মাজি বলেন, “অ্যাপেনডিক্স অপারেশন করার জন্য ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। অস্ত্রোপচার করার সময় হৃদরোগে আক্রান্ত হন। সবরকম চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।”


You might also like!