West Bengal

4 hours ago

Sagardighi:সাগরদিঘীতে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী মার্চ মাস থেকেই উৎপাদন

Sagardighi
Sagardighi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সরকারি ও বেসরকারি স্তরে নতুন দুই বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার ৬১তম বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় জমি এ জন্য দেবে রাজ্য। আজকের বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, এই মুহূর্তে এ রাজ্যে ছয়টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। একজোড়া আরো হবে। এর ফলে তা সংখ্যায় বেড়ে হবে আটটি। ১৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনার পর আজকের বৈঠকে শেষে ছাড়পত্র দেওয়া হয়। অচিরেই মিলবে অতিরিক্ত বিদ্যুৎ। এর ফলে বিদ্যুৎ এর যোগান ও বাড়বে। খুব শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডাকা হবে। উপযুক্ত দরপত্র মিললে পরে সংশ্লিষ্ট সংস্থা কাজের বরাত পাবে।

উল্লেখ্য, পূর্ব ভারতে এই প্রথম এমনতর উদ্যোগ। ৬৬০ মেগা ওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী মার্চ মাস থেকে পুরোপুরিভাবে শুরু হবে উৎপাদন।


You might also like!