মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক ছডিয়েছে । গঙ্গা গর্ভে তলিয়েছে সামশেরগঞ্জের নতুন শিবপুরের যোগাযোগকারি একমাত্র রাস্তাটিও । নদী পাড় বরাবর প্রায় ৩০০ মিটার এলাকা ধসের কবলে। ক্রমশই জনবসতির দিকে ঢুকে পড়ছে নদী । আতঙ্কিত এলাকাবাসী । ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ সেচ দফতরের আধিকারিকরা । পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপস্থিত আধিকারিকরা।