Technology

10 months ago

Youtube Tricks: লাফিয়ে লাফিয়ে বাড়বে Youtube চ্যানেলের সাবস্ক্রাইবার, মাথায় রাখুন এই ৪টি বিষয়

Youtube
Youtube

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে অনেকেই আছেন যাঁরা নিয়মিত Youtube এ ভ্লগ করেন। নিজস্ব একটি চ্যানেল তৈরি করে পছন্দের কোনও বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করেন তাঁরা। এতে যেমন নিজের সৃজনশীলতা প্রকাশ পায় তেমনই ইউটিউব থেকে উপার্জনের সুযোগ থাকে।

Youtube থেকে উপার্জনের জন্য প্রয়োজন নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার এবং ভিউ টাইম। সেকারণে অনেকেই দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধির চেষ্টা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও অনেকেই সফল হতে পারেন না। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কয়েকটি টিপস যার মাধ্যমে আপনি দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন।

১) নিয়মিত ছোটো ভিডিও বা শর্টস আপলোড করুন।

২) লং ভিডিও পোস্ট করার সময় সঠিক ট্যাগ ওয়ার্ড ব্যবহার করতে হবে। যাতে সঠিক দর্শকের কাছে আপনার তৈরি ভিডিওটি পৌঁছয়।

৩)ভিডিও থাম্বনেইল আকর্ষণীয় করার চেষ্টা করুন

৪)ভিডিওর ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি

এই চারটি বিষয় মাথায় রাখলেই আপনার Youtube চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে।

এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্য়টফর্মে নিজের ইউটিউব সম্পর্কে প্রচার চালিয়ে যেতে হবে। যাতে বেশি করে মানুষের কাছে ওই চ্যানেলটি পৌঁছয়। এবং প্রচারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

You might also like!