Technology

10 months ago

Whatsapp New Feature : এবার ওয়াটস অ্যাপ নিয়ে এলো ভয়েস মেসেজেও ‘ভিউ ওয়ান্স’ ফিচার

Whatsapp new feature
Whatsapp new feature

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর কিংবা প্যান বা আধার কার্ডের মতো ব্যক্তিগত কোনও তথ্যের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে হলে অনেকেই ভিউ ওয়ান্স অপশনটি অন করে নেন। এতে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে না। আবার কোনও স্পর্শকাতর ভিডিও পাঠাতে হলে এই অপশন অন করা থাকলে তা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে না। শুধু তাই নয়, এভাবে ছবি কিংবা ভিডিও পাঠালে তার স্ক্রিনশটও নেওয়া যায় না। এবার এই সুবিধা পাওয়া যাবে ভয়েস মেসেজের ক্ষেত্রেও। দুবছর আগেই এই আকর্ষণীয় ফিচার এনেছিল এই মেসেজিং অ্যাপ। এবার ভয়েস মেসেজেও যুক্ত হল এই ফিচারটি।


এবার জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন ফিচারটি:

১. যাকে ভয়েস মেসেজ পাঠাতে চান, সেই চ্যাট বক্সে ক্লিক করুন।

২. এবার মাইক্রোফোন অপশনে ট্যাপ করুন।

৩. সোয়াইপ আপ করে রেকর্ডিং লক করে নিন।

৪. এবার ট্যাপ করে হোল্ড করে যা পাঠাতে চান, তা রেকর্ড করুন।

৫. এবার ভিউ ওয়ান্স ট্যাপ করুন। সিগন্যাল সবুজ হলেই বুঝে যাবে ফিচারটি অন হয়ে গিয়েছে।

৬. এবার নিশ্চিন্তে ভয়েস মেসেজটি সেন্ড অপশনে ট্যাপ করে পাঠিয়ে দিন।


You might also like!